প্রকাশিত: Sun, May 21, 2023 4:43 PM
আপডেট: Sun, May 11, 2025 8:14 PM

রপ্তানি হচ্ছে মধ্যপ্রাচ্যসহ ২৬ দেশে

পাট, হোগলা পাতা ও কচুরিপানার পণ্যে ৪ হাজার লোকের কর্মসংস্থান

সুজন খন্দকার: হোগলা পাতা, পাট, ছন, কচুরিপানা, ধানের খড়সহ বিভিন্ন উপকরণ দিয়ে তৈরি হচ্ছে ফুলের টপ, ম্যাপস, পাপস, টুপি, ব্যাগসহ শতাধিক রকমের দেশিও পণ্য। যা রপ্তানি হচ্ছে সৌদি আরব, কুয়েত দুবাইসহ বিশ্বের ২৬টি দেশে। এটি জাতীয় অর্থনীতি এনেছে নতুন সম্ভাবনা। কর্মসংস্থান সৃষ্টি হয়েছে হাজারো মানুষের।

২০১৪ সালে গোল্ডেন জুট নামের একটি কুঠির শিল্প প্রতিষ্ঠান অল্প কয়েকজন শ্রমিক নিয়ে রাজবাড়ী সদর উপজেলার ভবদিয়া গ্রামে কাজ শুরু করে।  বর্তমানে এ এলাকার ৫ কিলোমিটারের মধ্যে ১৫ থেকে ২০টি কারখানায় গড়ে ওঠেছে। যেখানে নারী পুরুষসহ কাজ করছে ৪ হাজারেরও বেশি শ্রমিক।

তাদেরই একজন শ্রমিক রীনা বেগম জানান, পদ্মা নদীর আগ্রাসী ভাঙনে ভিটামাটি জমিজমা সব হারিয়েছি। বাড়ির কাছে কারখানায় কাজ করে ৭০ হাজার টাকা জমা করেছি। এখন স্বপ্ন দেখছি আরো কিছু দিন কাজ করে একটু জমি কেনে বাড়ি করার। তিনি আরো বলেন, শুধু আমি না, আমার শত শত নারী-পুরুষ এমন কারখানা কাজ করে নিজের পায় দাঁড়িয়েছে।

আরেক শ্রমিক সুমন জানান, ঢাকাতে একটি পোশাক কারখানায় কাজ করে যত টাকা বেতন পেতাম। রাজবাড়ীতে কাজ করে তত টাকাই বেতন পাচ্ছি। এখন নিজের বাড়িতে থেকেই কাজ করতে পারছি, বাড়তি খরচ হচ্ছে না। বরং টাকা জমাতে পারছি।

গোল্ডেন জুটের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার আলামিন সুজন বলেন, রাজবাড়ীতে প্রচুর সম্ভাবনা রয়েছে এই শিল্পের। এখানে কুঠির শিল্প কারখানা গড়ে ওঠায় কর্মসংস্থান সৃষ্টিতে হয়েছে বিপুল মানুষের। বিশ্বের নানা দেশে পরিবেশবান্ধব, পচনশীল পণ্যগুলোর চাহিদা দিন দিন বাড়ছে।

রাজবাড়ি সদর উপজেলার  ইউএনও মার্জিয়া সুলতানা জানান, রাজবাড়ীতে এ ধরনের কুঠির শিল্পের প্রচুর সম্ভাবনা রয়েছে। এসব শিল্প প্রসারে সবরকমের সহযোগিতা করা হবে। সম্পাদনা : মুরাদ হাসান